Menu
Menu

করোনা মহামারিতে নাগরিকদের অর্থনৈতিক চাপে ফেললো সৌদি

Share on facebook
Share on google
Share on twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে ব্যয়ের বোঝা মেটাতে নাগরিকদের উপর তিন গুণ ভ্যাটের বোঝা চাপিয়ে দিলো সৌদি আরব। শুধু তাই নয় বিশেষ ধরনের নাগরিকদের চলমান ভাতাও স্থগিত করেছে দেশটি।

করোনা মহামারির কারণে তেলের ব্যাপক দরপতন হওয়ায় তাদের আয় কমে গেছে।

বিশ্বের অপরিশোধিত তেলের বাজারের উপর নির্ভরতা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে দুই বছর আগে ভ্যাট চালু করেছিলো সৌদি সরকার।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১ জুন থেকে জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত করা হবে। আর ১ জুলাই থেকে ভ্যাট ৫ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হবে।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বিবৃতিতে বলেন, ‘এই পদক্ষেপগুলো বেদনাদায়ক হলেও মাঝারি থেকে দীর্ঘ মেয়াদে আর্থিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য…এবং যথাসম্ভব ক্ষয়ক্ষতির সঙ্গে করোনা ভাইরাস সঙ্কট থেকে কাটিয়ে উঠতে এটা জরুরি ছিলো।’

সোমবার যখন এই পদক্ষেপ ঘোষণা করা হলো, তখন সৌদিতে আয়ের চেয়ে রাষ্ট্রীয় ব্যয় এতোটাই বেড়েছে যে প্রথমবারের মতো দেশটি প্রথম প্রান্তিকে ৯ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতিতে পড়েছে।

সর্বশেষ