আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাস মহামারিকে পার্ল হারবার ও ১১ সেপ্টেম্বরের হামলার চেয়েও ভয়াবহ বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মহামারির জন্য তিনি আবারো দায়ী করলেন চীনকে।
সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির তথ্যানুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবারে জাপানি বোমারু বিমান হামলা চালায়। তাতে প্রাণহানি হয় ২ হাজার ৩৩৫ জনের। ১৯৪১ সালের ৭ ডিসেম্বরের ওই হামলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় আমেরিকানরা। আর ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদা হঠাৎ হামলা চালালে প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই দুটিই ছিল ভয়াবহ হামলা। তবে করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে প্রায় ১৩ লাখ মানুষকে আক্রান্ত করেছে। এর মধ্যে প্রায় ৭৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাই এই হামলাকেই সবচেয়ে ভয়াবহ বললেন ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা সবচেয়ে ভয়াবহ হামলার মধ্য দিয়ে যাচ্ছি, এটাই আমাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। এটা পার্ল হারবারের চেয়েও ভয়াবহ, এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও ভয়াবহ। এই রকম হামলা আগে কখনো হয়নি।’
করোনাভাইরাসের মহামারি প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা কখনোই হওয়া উচিত ছিলো না। চীনেই এটিকে থামানো যেতো। কিন্তু তা হয়নি।
করোনার মহামারিকে ট্রাম্প যুদ্ধ হিসেবে দেখছেন কিনা তার কাছে জানতে চান এক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, চীনের চেয়ে মহামারিকেই যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আমি অদৃশ্য শত্রুকে (করোনাভাইরাস) যুদ্ধ হিসেবে দেখছি। যেভাবে এটা এখানে এসেছে তা আমার পছন্দ নয়; কারণ এটা থামানো যেতো কিন্তু তা হয়নি, আমি এই অদৃশ্য শত্রুকে একটি যুদ্ধ হিসেবে দেখি।’