আগৈলঝাড়া প্রতিনিধি।।
করোনা ভাইরাস মোকাবেলায় বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিদের জন্য সুরক্ষা পোষাক (পিপিই ) উপহার দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক এবং বরিশাল-১ সংসদীয় আসনের বিএনপির সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১২ মে) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে এসে সাবেক এমপির পক্ষে সুরক্ষা পোষাক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোল্লা বশির আহমেদ পান্না, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, এনায়েত উদ্দিন খান মনু, কার্তিক চন্দ্র ব্যাপারি, আবুল কালাম মোল্লা, আলাউদ্দিন হাওলাদার, আমীন মোল্লা, আব্দুর রশিদ পাইক, হাবিবুর রহমান, খাজা মোল্লা ও লাল খানসহ প্রমুখ।