আন্তর্জাতিক ডেস্ক।।
এক সৈনিকের দেহে করোনা শনাক্তের পর ভারতীয় সেনাবাহিনী সদর দপ্তরের একটি অংশে সিলগালা করে দেওয়া হয়েছে বলে খবর জানিয়েছে বিজনেজ স্টান্ডার্ডস, টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ।
ভারতীয় সেনাবাহিনী হেড কোয়ার্টার বিল্ডিং তথা সেনাভবনের একটি অংশ সংক্রমণমুক্ত করার জন্য সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত জওয়ানের সংস্পর্শে কারা এসেছিলেন, তাও খুঁজে দেখা হচ্ছে।
দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, শুক্রবার (১৫ মে) একজন সৈনিকের দেহে কোভিড-১৯ ধরা পড়ায় ভারতের রাজধানী নয়া দিল্লীতে অবস্থিত দেশটির সেনা সদর দপ্তরের একটি অংশ সিল গালা করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, একজন সেনা সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে। সেনা ভবনের আক্রান্ত এলকাটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং নিয়ম মেনে কোয়ারেন্টাইনসহ সকল ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে একশ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৭ জন। শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯৭০ জন। মারা গেছেন ২ হাজার ৬৪৯ জন । এছাড়া সুস্থ হয়েছেন ২৭,৯২০ জন।