স্পোর্টস ডেস্ক।।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বেশ পরিচিত মুখ ডিয়েগো কস্তা। ব্রাজিল ও স্পেন দুই দেশের হয়েই প্রতিনিধিত্ব করা এ ফুটবলারের বিরুদ্ধে কিছুদিন আগে কর ফাঁকির অভিযোগ এনেছিল স্পেন। শাস্তি প্রমাণিত হওয়ায় আর্থিক জরিমানার পাশাপাশি তাকে ছয় মাসের জেল দিয়েছে দেশটির আদালত।
দীর্ঘদিন ধরে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন কস্তা। ২০১৪ সালে এই দল ছেড়ে চেলসিতে পাড়ি জমান তিনি। সে সময় স্পেনে তার প্রায় ৫ মিলিয়ন ইউরো কর বকেয়া ছিল। চেলসিতে যাওয়ার পর বকেয়া কর পরিশোধ করেননি এই ফরোয়ার্ড।
এদিকে ২০১৭ সালে আবার চেলসি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে চলে আসেন কস্তা। তখন থেকে এখন পর্যন্ত কস্তার কাছ থেকে ১ মিলিয়ন ইউরো পাওয়ার কথা স্পেনের। কিন্তু এবারও কর দিতে গড়িমসি করছেন তিনি। বারবার কর ফাঁকি দেওয়ায় সবমিলিয়ে নির্ধারিত করের পাশাপাশি এই তারকার আরো ৫৪ হাজার ইউরো আর্থিক জরিমানা করা হয়েছে।
এছাড়া কস্তাকে ছয় মাসের জেল দিয়েছে দেশটির আদালত। তবে তিনি চাইলে আরো অর্থ জরিমানা দিয়ে জেলে যাওয়া ঠেকাতে পারবেন এই তারকা ফুটবলার। সেজন্য গুণতে হবে আরো ৩৬ হাজার ৫০০ ইউরো। স্প্যানিশ আইন অনুযায়ী দুই বছরের ভেতরে এই অর্থ জমা না দিলে অপরাধিকে জেলে থাকতে হবে। তবে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে কস্তাকে। তার জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি।