কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে বেতকাটাগ্রামে মসজিদের ইমাম মোয়াজ্জিনের বেতন পরিশোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার (০৮ মে) সন্ধ্যা ছয়টার দিকে ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় ইমাম মোয়াজ্জিনের বেতন নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় আসরের নামাজ শেষে মসজিদে সালিশ বৈঠকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন কম বেশি আহত হয়। গুরুতর অবস্থায় গোলাম রাব্বি, শুভ, আবুল হাওলাদার, বেল্লাল হাওলাদার, জাকারিয়া, সাগর, সত্তার হাওলাদার, সাইফুল ইসলাম, আক্তার হোসেন, আকাশ ও জাকির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এদের বাড়ি বেতকাটাগ্রামে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো.হাবিবুর রহমান জানান, জুমার নামাজের সময় ইমাম মোয়াজ্জিনের বেতনের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর মধ্যে দুই পক্ষ মারামারি লেগে যায়।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সংঘর্ষে খবর শোনার পরই ঘটনারস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি বলে তিনি জানান।