মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Menu
Menu

কাঁঠাল পাড়তে বাধা দেয়ায় মামাকে কুপিয়ে খুন করল ভাগ্নে

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁঠাল পাড়তে বাধা দেয়ায় মামা আবুল কাশেমকে বটি দিয়ে কুপিয়ে খুন করেছে ভাগনে হৃদয়। এ ঘটনায় হৃদয়কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার (২১ জুন) সন্ধ্যায় ওই উপজেলার সনমান্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, আবুল কাসেমের বাড়িতে এসে হৃদয় তার মায়ের জায়গা দাবি করে একটি গাছ থেকে কাঁঠাল পাড়তে শুরু করে। ওই সময় তার মামা বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হৃদয় উত্তেজিত হয়ে বটি দিয়ে কুপিয়ে আহত করে আবুল কাশেমকে। তাকে বাঁচাতে স্ত্রী শামসুন্নাহার এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে হৃদয়। গুরুতর আহত আবুল কাসেমকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) শরীফ আহামেদ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয়