বুধবার, ২ জুলাই, ২০২৫
Menu
Menu

‘কাঁথা-বালিশ নিয়ে অফিসেই ঘুমিয়ে থাকেন রিজভী’

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
বিএনপি নেতা রিজভীকাঁথা-বালিশ নিয়ে অফিসে ঘুমিয়ে থাকেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মায়া বলেন, ‘বিএনপি বলে, সরকার তাদের নাকি আন্দোলনের সুযোগ দেয় না। অথচ দিনে তিন-চারটি প্রোগ্রাম করে। বিএনপি নেতা রিজভী কাঁথা-বালিশ নিয়ে অফিসেই ঘুমিয়ে থাকেন। বিএনপি মিথ্যাচারে চ্যাম্পিয়ন।’

তিনি ব‌লেন, ‘রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রাজপথ আওয়ামী লীগের দখলেই থাকবে। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথেই থাকবে। কেউ বাধা দিতে পারবে না।’

সাহারা খাতুনের স্মৃতি স্মরণ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘সাহারা খাতুন একজন সৎ সাহসী ও ত্যাগী নেত্রী ছিলেন। তিনি সব সময় আন্দোলনের অগ্রভাগে থাকতেন। তিনি শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। আজকের এ দিনে আমাদের পাশে তার থাকার দরকার ছিল।’

বি‌শেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী সংলাপের কোনো দাওয়াত দেননি। আওয়ামী লীগের কোনো দুর্বলতা নেই। এ নিয়ে বিএনপি অপব্যাখ্যা দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।’

আলোচনা সভায় বঙ্গবন্ধু একাডেমির চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। Click Here

Rupali Barta

৬২/৫৬ রাবেয়া মঞ্জিল, ব্রাউন কম্পাউন্ড, বরিশাল। মোবাইল: +8801318242276 | ইমেইল: [email protected]

জনপ্রিয়