আন্তর্জাতিক ডেস্ক।।
এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট নাইজেরিয়ার লাগোস থেকে মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দিল। সকল যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এবং তাপমাত্রা মেপেই উঠানো হয়েছে প্লেনে। কিন্তু মাঝ আকাশেই প্লেনে মৃত্যু হয়েছে এক যাত্রীর। যাত্রীর গায়ে জ্বর থাকা সত্ত্বেও তাকে কীভাবে যাত্রার অনুমতি দেয়া হয় তাই নিয়েই উঠছে প্রশ্ন।
ভারতের সংবাদমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়, প্লেনের মধ্যেই ওই যাত্রীকে জ্বরে কাঁপতে দেখেন অনেকে। ওই যাত্রীকে জিজ্ঞাসা করা হলে এয়ার ইন্ডিয়ার ক্রু-দের তিনি জানান যে, তার ম্যালেরিয়া হয়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বলে ওই যাত্রীকে ক্রু-রা অক্সিজেনও দিয়েছিলেন। তবে এতেও শেষ রক্ষা হলো না। বিমানের মধ্যেই প্রাণ হারালেন সেই যাত্রী। বিমানের মধ্যেই যাত্রীর মুখ থেকে রক্ত বের হয়েও এসেছে বলে উল্লেখ করা হয়।
রোববার (১৪ জুন) ভোর ৩টা ৪০ মিনিটে মুম্বাইয়ে অবতরণ করে সেই বিমান। তারপরেই প্রকাশ্যে আসে এই ঘটনা। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রীকে স্থানীয় কুপার হাসপাতালে নেয়া হলে ডাক্তার জানান, ম্যালেরিয়া সংক্রমণের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
তবে ব্যক্তির মৃত্যুকে ‘স্বাভাবিক’ বলেই দাবি করেছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। যাত্রীর গায়ে জ্বর থাকার বিষয়টি অস্বীকার করেন তারা। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, লাগোস থেকে মুম্বাইগামী বিমানে সফরের সময় এক যাত্রী প্রাণ হারান। সেই মৃত্যু স্বাভাবিক কারণেই হয়। জরুরি পরিস্থিতির জন্য ক্রু-দের সঙ্গে এয়ার ইন্ডিয়ার একজন চিকিৎসকও সবসময় থাকেন।
তবে এয়ার ইন্ডিয়ার বিমান সংস্থা যাত্রীর মৃত্যুকে ‘স্বাভাবিক’ আখ্যা দিলেও তা মানতে রাজি নন বিমানের বাকি যাত্রীরা। সহযাত্রীর মৃত্যুতে আতঙ্কে তারা। লাগোস বিমানবন্দরেই মৃতের থার্মাল স্ক্রিনিং নিয়ে যাত্রী একাধিক প্রশ্ন তুলেছেন।