বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

কাউখালীতে এক নারী করোনায় আক্রান্ত

Facebook
Twitter

কাউখালী প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এক নারী (৪৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কাউখালী উপজেলার দ্বিতীয় আক্রান্ত ব্যক্তি। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান।

আক্রান্ত ওই নারী (৪৫) কাউখালী সদর ইউনিয়নের আইরণ ঝাপূর্ষী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কাঠালিয়া পি.জি এস মাধ্যমিক বিদ্যালয় লকডাউন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার নেতৃত্বে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন লকডাউন করেছে।

জানা গেছে, গত ২জুন রাতে ঢাকা থেকে ওই নারী এবং তার বাবা-মা গ্রামের বাড়িতে এ্যাম্বলুন্সে যোগে আসলে এলাকাবাসির বাঁধার মূখে পড়ে। পরে তাদেরকে স্থানীয় প্রশাসন ওই তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কাঠালিয়া পি.জি এস মাধ্যমিক বিদ্যালয়ে রাখা হয়েছিল। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে পাঠানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৯ এপিল উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে চৌরাস্তায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল পরবর্তীতে সে পুরোপুরো সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

জনপ্রিয়