কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরে কাউখালীতে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন দিন গরমে মাত্রা বেড়েই যাচ্ছে। রাস্তাঘাট ফাঁকা। জরুরী কাজ ছাড়া কেহ ঘর থেকে সহজে বের হচ্ছে না। রোদের প্রচন্ড তাপ সহ্য করা যাচ্ছে না। এক্ষেত্রে দিনমজুরীদের ভোগান্তির শেষ নেই। প্রচন্ড রোদ ও গরমের কারণে তারা শ্রম বিক্রি করতে পারছে না।
দিনমজুর শুকুর আলী জানান, প্রচন্ড গরমের কারণে কাজ করতে পারছিনা। ফলে পরিবার-পরিজন নিয়ে কোন মতে অনাহারে দিন কাটাচ্ছি।
ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, গরমের কারণে বেচাকেনা কমে গেছে। ক্রেতারা সহজে ঘর থেকে বের হচ্ছে না।
রিকশাচালক লিটন হোসেন জানান, প্রচন্ড তাপের কারণে রিক্সার যাত্রী কমে গেছে। তাই আমাদের ইনকাম কমে গেছে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড জানান, গরমের কারণে ডায়রিয়া রোগী বেড়ে গেছে, আমাদের প্রচুর পরিমাণ পানি খেতে হবে। জরুরী প্রয়োজনে বের হলে ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দেন তিনি।