শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

কাউখালীতে নানাবিধ সমস্যা নিরসনে মত বিনিময়

Facebook
Twitter

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের কাউখালীতে বৈষম্য বিরোধী ছাত্রসমাজের আয়োজনে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কাউখালী উপজেলার বর্তমান প্রেক্ষাপট এবং নানাবিধ সমস্যা নিরসনের উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ শারজিল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান লিকসন, মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, কাউখালী সরকারি কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, এস বি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম গিয়াস উদ্দিন, পূর্ব আমরাজুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়,দক্ষিণ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক শোয়েব সিদ্দিকী, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি শাকিল আহমেদ, সিয়াম তালুকদার, মমিন আহমেদ, মাহবুব হাসান সাকিব, হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, প্রতিটি দপ্তরের সামনে সিটিজেন চাটার টানানো হবে, নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযোগ বক্স রাখা হবে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিরা বলেন, যেখানেই অন্যায় সেখানেই আমরা অন্যায়ের প্রতিবাদ করব। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ কাউখালী উপজেলার ২০টি গুরুত্বপূর্ণ দাবিসমূহ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

জনপ্রিয়