রূপালী ডেস্ক।।
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আসুলী সন্তোষপুর গ্রামে স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর করছে স্বামীসহ শশুর বাড়ীর লোকজন। এর প্রতিবাদ করলে শশুর বাড়ীর লোকাজনের ওপর স্বশস্ত্র হামালা চালিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গিয়েছে।
ঘটনার বিবরণ ও কাজিরহাট থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে গত ২৯ এপ্রিল যৌতুকের দাবিতে আসুলী সন্তোষপুর গ্রামের মোতাহার উদ্দিন ফকিরের পুত্র আমিনুল ইসলাম ফকির ও তার পরিবারের লোকজন স্ত্রী লাইলাতুন জান্নাতের নিকট ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে, যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে বেধম মারপিট করে ঘর থেকে বের করে দেয়। স্ত্রী এসে তার পিতার বাড়ীতে জানালে পিতার বাড়ীর লোকজন এর প্রতিবাদ জানায় এতে আমিনুল ইসলাম ফকির ও স্বশুর মোতাহার হোসেন ফকির ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে গত ৩০ এপ্রিল বিকাল অনুমান সাড়ে ৫ টার দিকে বাড়ীতে ঢুকে হামলা চালিয়ে হাবিব নলী, আশরাফুল নলী, আকলিমা, আয়শা ও জাবেরসহ ৮/১০ জনকে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
এ ব্যাপারে আমিনুল ইসলামের স্ত্রী বাদী হয়ে ১৬ জনকে আসামী করে কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অপরদিকে চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে পূনরায় মুলাদী মসজিদ মার্কেটের সামনে আমিনুল ফকির, মোতাহার ফকির তার আর্ত্মীয় মুলাদী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোশারফসহ ২০/২৫ জনের একটি দল ২য় দফায় হামলা চালিয়ে মোবাইলসহ টাকা পয়াসা ছিনিয়ে নিয়ে তাদেরকে মারপিট করে বলে জানা যায়।
এ ঘটনায় মুলাদী থানায় আরেকটি অভিযোগ দায়ের করেছেন রুবিনা ইয়াসমিন অন্তরা।