রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

কাজীরহাটে জমি নিয়ে বিরোধ, বাড়ির সামনে ঘোয়াল ঘর নির্মাণ

Facebook
Twitter

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়ন চরমাধবরায় গ্রামে জমি বিরোধের ঘটনায় বাড়ির উঠানে বাঁশের বেড়া ও বাড়ির সামনে রাস্তার ওপর ঘোয়াল ঘর নির্মাণ করা হয়েছে। এভাবে কয়েকটি পরিবারদের আসা যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় কাজীরহাট থানায় লিখিত অভিযোগ করেন কাওসার মাতুব্বর।

জানা গেছে, হারুন মাতুব্বর, আবুল মাতুব্বর, জাহাঙ্গির মাতুব্বর, নুরুল ইসলাম মাতুব্বরে পরিবাররা জিম্মি হয়ে পড়ছে ইউসুফ মাতুব্বর ও আবুল বাশার ওরফে বাচ্চু মাতুব্বরের কাছে।

কাওসার মাতুব্বর জানায়, জমি নিয়ে বিরোধ আমাদের সাথে নয় অথচ আমাদের ওপর এই অত্যাচার করছে। প্রায় দু” মাস পূর্বে বাড়ির সামনের পথে বিশাল ঘোয়াল ঘর উত্তোলন করেছে আবুল বাশার মাতুব্বর। ইউসুফ মাতুব্বরের বসত ঘরটি ভেঙ্গে আমাদের ঘরের পাশে ঘরটি উত্তোলন করেছে যাহাতে বর্ষার সময় পানি আমাদের বসত ঘরে প্রবেশ করে। এছাড়া টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারছিনা বাধা দিয়ে রাখছে। মসজিদে নামাজ আদায় করতে যেতে পারছি না কয়েকটি পরিবার যেতে হয় ময়লা আর্বজনা পার হয়ে। জমি বিরোধের ঘটনায় এ যাবৎ একাধিক বার শালিস হয়েছে কিন্তু সুফল হয়নি।

আবুল বাশার মাতুব্বরের সাথে আলাপ করলে তিনি বলেন, ঘোয়াল ঘরটি আমি উত্তোলন করেছি, ক্রয় সূএে জমির মালিক আমরা। জমি বিক্রি করেন আয়শা সিদ্দিকা, ফাতেমা, আবুল কালাম ও শাহজাহান মাতুব্বর। মোট ১ একর ৫০ শতাংস জমির মালিক আমরা। জমি আমাদের নির্ধারন করে দেয়নি বিদায় আমরা বাড়িতে বেড়া ও ঘোয়াল ঘর উত্তোলন করছি ।

জনপ্রিয়