কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর ভংগা গ্রামে শুক্রবার (১২ জুন) আছর বাদ মিয়ারহাট বাজারে সংলগ্ন মেইন রোড়ের উপর ধুমপান নিয়ে জুনিয়র বনাম সিনিয়র দলের তর্ক হয়। এক পর্যায় জুনিয়র গ্রুপ হামলা চালায়। হালায় আহত হন উত্তর ভংগা গ্রামের আবির বিশ্বাস ও সুজন সরদার।
অভিযোগ উঠেছে, জুনিয়ন গ্রুপের দলবলেরা অবশেষে স্থাণীয় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আ”লীগ সভাপতি গিয়াসউদ্দিন জিল্লু মিয়ার বাড়িতে হামলা চালায়।
জানা গেছে, বিরোধের ঘটনা ঘটে ইমরান সরদার ও মনির মিয়ার সাথে। এক পর্যায় মনির মিয়ার পক্ষের দু”জনকে কুপিয়ে আহত করে। আহতদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ইউপি সদস্যর বোন মোসাঃ মিলি বলেন, আমি আমার ভাইয়ের বসত ঘরে বসে ছিলাম হঠাৎ শব্দ শুনতে পাই ঘরের চারপাশে এবং বাড়ির উঠানে ইট ছুড়ে মারছে। মুর্হুতেই বসত বাড়ির ভিতরে প্রবেশ করে দুলাল সরদারের ছেলে ইমরান ও মামুন, মালেক সরদারের ছেলে হালিম সরদার, আলম সরদারের ছেলে মিলন সরদার, মজিবুর আকনের ছেলে রাহাত আকন, মোবারক সরদারের ছেলে সিরাজ সরদার, জয়নাল খানের ছেলে জহির খানঁ সহ ১০/১২ জনের দলবলেরা ডাকচিৎকার করে বলে মনির মিয়া এই ঘরে দৌড়ে আসছে ।
এ বিষয়ে ইউপি সদস্য গিয়াসউদ্দিন জিল্লু মিয়ার সাথে আলাপ করলে তিনি বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। আমার বসত বাড়ি হামলা চালিয়ে বিল্ডিং বসত ঘরের জানালা কাঁচ ভাংচুর সহ দরজার একাধিক ইটের আঘাত রহিয়াছে।
ঘটনা স্থলে কাজীরহাট থানা পুলিশের এস আই মোঃ মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স গিয়েছে বলে ও জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের সাথে আলাপ করলে তিনি বলেন, বিষয়টি জানতে পেরেছি আইনী সহতার জন্য থানায় আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।