শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ, ১৪৩০
কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের পূর্ব কাদিরাবাদ গ্রামের পল্লী চিকিৎসক মিজানুর রহমান মুন্সীর ছেলে বি, কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত (১৭) ফুটবল খেলতে গিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে ফুটবল খেলতে গিয়ে বাড়ির পশ্চিম পার্শ্বে ভংগা এহছাকিয়া কেরাতুল পুরাতন ও লিল্লাহ বোডিং মাদরাসা মাঠে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।
নিহতের বাবা মিজানুর রহমান মুন্সী বলেন, আমার ছেলে মাদরাসায় বিদ্যুৎতের আড়থিংএর তার শরীরে লাগলে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় মাদরাসা প্রতিষ্ঠাতা ক্বারী সাওখাত হোসেনের ছেলে একরামুল দেখতে পেয়ে আমাকে চিৎকার করে জানায়। এরপর তার কেটে দিয়ে তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথিমধ্যে মারা যায়।
কাজীরহাট থানা এস আই অহিদুল ইসলাম ও এস আই আব্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের পরিবার এ বিষয়ে অভিযোগ করবেন না। নিহতের মা ফারজানা কান্না করে বলেন, আমরা কাউকে দায়ী করি না।
স্থাণীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, এই মুত্যু নিয়ে কাউকে দায়ী করেনি।
ইউপি সদস্য টিপু বেপারী বলেন, আমার ভাতিজা রিফাত যেমন মেধাবী তেমন ভালো একজন ছেলে ছিল।
এস আই অহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবার লাশ স্বেচ্ছায় দাফন করবে প্রতিশ্রুতি দিয়ে কাজীরহাট অফিসার ইনচার্জ বরাবর দরখান্ত দিয়েছেন।