শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

কাজীরহাটে মুক্তিযোদ্ধার জামাতাকে ভিটে ছাড়া করার অভিযোগ

Facebook
Twitter

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলা কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রতনপুর গ্রামে মৃত মুক্তিযোদ্ধা আঃ রশিদ খাঁনের জামাতা ইব্রাহীম খলিফাকে বসত ভিটে ছাড়া করার পরিকল্পনা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৪ জুন সকাল ৭ টার দিকে প্রতিপক্ষ মৃত মতিন খলিফার স্ত্রী কহিনুর বেগম ও মেয়ে মরিয়ম, তানিয়া, মাকসুদা তান্ডব চালিয়ে পুরাতন একটি বসত ঘর ভেঙ্গে ফেলে দেয় ফলজ গাছ কেটে ফেলে।

মুক্তিযোদ্ধা আঃ রশিদ খাঁনের মেয়ে হাওয়ানুর বেগম জানায়, মতিন খলিফার মেয়ে মরিয়ম ঢাকা থেকে সকালে এসে আমাদের কিছু না বলেই তার মা ও বোনেরা মিলে আমার পুরাতন একটি ঘর ভেঙ্গে ফেলে। এসময় কাঠাল ও পেপে গাছ কেটে ফেলে এবং আমার স্বামীকে অকথ্য ভাষায় গালমন্দ করে। আমার বসত ঘর ভেঙ্গে দেওয়ার কারনে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি করে।
কিছু দিন পূর্বেও জোর পূর্বক মাটি কাটে। এতে বাধা দিতে গেলে কহিনুর অকথ্য ভাষায় গলি দেয়।

ইব্রাহীম খলিফা বলেন, আমি ও আমার স্ত্রী কাজীরহাট থানায় লিখিত অভিযোগ করতে যেতে চাই। কিন্তু পথিমধ্যে দা, লাঠি নিয়ে দাড়িয়ে থাকে আমাদের আইনাগত ব্যবস্থায় যেতে দিবে না।

এ ঘটনায় কহিনুর বেগমের সাথে আলাপ করলে তিনি জানান, আমার মেয়ে ঢাকা থেকে এসেছে এবং ঘর এখান থেকে সড়িয়ে খালের পাড়ে রেখেছি।

মরিয়মের বলেন, ছালেম খাঁ সব জানে আজ ঢাকা থেকে এসেছি আমি একজন গার্মেস কর্মী ইব্রাহীম খলিফা সে কে আমি জানি না। ঘর ভেঙ্গেছি। কিছু বলার থাকতে শালিসরা জবাব দিবে। ১৯৯৯ সালে ৩ বোনের নামে দলিল হয়েছে যে জমির উপর বসত ঘর ছিল।

কাজীরহাট থানার ডিউডি অফিসার এ এস আই মোঃ জাকির হোসেনের সাথে আলাপ করলে তিনি জানায়, জমি সংক্রান্ত বিষয়ে আমি কোর্টে যাওয়া পরার্মশ দিয়েছি।

কাজীরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাত হোসেন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

জনপ্রিয়