রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন, ১৪৩০
কাজীরহাট প্রতিনিধি।।
কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে ৪ নং ওয়ার্ডে সিকদার বাড়ি জামে সমজিদের মুসুল্লীদের কটূক্তি করার খবর রূপালী বার্তায় প্রকাশ হওয়ায় আহত পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ওই পরিবার জানায়, মুসুল্লীদের কটূক্তিকারী হালিম সিকদারের নেতৃত্বে পার্শ্ববর্তী হিজলা উপজেলার কোড়ালিয়া গ্রামের মন্নান জোমাদ্দারের ছেলে মাসুম জোমাদ্দার (২২) তার সঙ্গীয় দলবল নিয়ে হুমকি প্রদান করছে বলে জানায়।
উল্লেখ্য, গত ৩ মে আছর বাদ মসজিদের সামনে হালিম সিকদার সকল মুসুল্লীদের উদ্দ্যেশে বলে এই মসজিদে নামাজ আদায় করে মোসরেক, কাফের, মুনাফিক ও ইমানদার সহ ৪ স্থরের মুসুল্লীরা। এই কথা প্রতিবাদ করলে হালিম সিকদারের নেতৃত্বে মাসুম জোমাদ্দার সহ ৬/৭ জন অতর্কিত হামলা চালায়। এ হামলায় আহত হয় হুমায়ন কবির সিকদার স্ত্রী মোসাঃ কামরুন নাহার বেগম ও ছেলে আসলাম আহতরা। ঐ দিনেই তারা হিজলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে বলে আহত সূএে জানা গেছে।