কাজীরহাট প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটের মডেল ইউনিয়ন বিদ্যানন্দপুর। কাগজে-কলমে মডেল হলেও উন্নয়নের দিকে পিছিয়ে রয়েছে। বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে সুপারী গাছের ব্রিজ তৈরী করে আসা যাওয়া করছেন চরমাধবরায় গ্রামের লোকজন।
স্থাণীয়রা অভিযোগ করে বলেন, এলাকাবাসী বাশেঁর সাঁকো দিয়ে পারপার করলে চেয়ারম্যান ও মেম্বারদের চোখে পড়লেও বিষয়টি এড়িয়ে গেছেন। এই সুপারী গাছের ব্রিজ পার হলে ২০০ গজের মধ্যে রয়েছে বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন পরিষদসহ চরমাধবরায় মহিলা দাখিল মাদরাসা। আধা কিঃ মিঃ এর মধ্যে রয়েছে ছনখলা বাজার। তবুও নেই উন্নয়ন।
এ বিষয় কথা হয় চরমাধবরায় গ্রামের পঙ্গু মুছা ফকিরের সাথে। তিনি বলেন, আমার লোকজন নিযে ব্যবস্থা করে দিয়েছি। একদিকে আমার বাড়িতে অনেক রোগী আসে, অপরদিকে খালের দুই প্রান্তে দুটিটি মেইন রাস্তা দিয়ে শত শত লোকজন আসা যাওয়া করে।
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হক মিযা বলেন, আমি নিজেই দৈনিক একাধিকবার পার হয়ে আসা যাওয়া করি। জনস্বার্থে ব্রিজটি হওয়া উচিৎ বলে আমি মনে করি।