বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

কাজীরহাট লতা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

Facebook
Twitter

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন অবৈধ প্রক্রিয়ায় লতা নদী হতে বালু উত্তোলনের অভিযোগ ও বিভিন্ন দপ্তরে অণুলিপি প্রদান করেছে এলাকাবাসী।

জানাগেছে, চরসোনাপুর গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ শাহেনশাহ হাওলাদার বিগত ৩ বছর যাবৎ অবৈধ ভাবে লতা নদীর সোনাপুর নামক স্থান হতে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করায় নদীগর্ভে গঠন প্রণালী বদলে যাচ্ছে। নদীর উভয় তীর দিকে কৃষি ফসলী জমি ভাঙ্গছে ফলশ্রুতি হুমকির মুখে পড়ছে লতা নদী তীর সংলগ্ন বসবাসকারী এলাকাবাসীগন। অবৈধ বালু উত্তোলন বন্ধ হলে নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে নদীর তীর বসবাসকারী সহায় সম্ভল বসত ভিটা ও কৃষি ফসলের জমি। অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে এলাকাবাসীরা ভিবিন্ন দপ্তরে অণুলিপি প্রদান করে জাতীয় নদী রক্ষা ঢাকা, জেলা প্রশাসক বরিশাল, সহকারী পুলিশ সুপার কার্যালয় মেহেন্দিগঞ্জ, সহকারী কমিশনার ভূমি মেহেন্দিগঞ্জ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কাজীরহাট থানা ইনচার্জ কে বিষয়টি অবগত করেছেন বলে সূএে জানা গেছে।

জনপ্রিয়