কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় প্রথম বারের মতো দুইজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) কোভিড-১৯ পরীক্ষায় তাদের রেজাল্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা পজেটিভ রোগী ১৭ জন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান জানান, উপজেলার বাঁশবুনিয়ায় আব্দুস সালাম আকন নামের ওই ব্যক্তি চট্রগ্রাম থেকে এসেছে।অপরজন উপজেলার শৌলজালিয়ার আম্বিয়া খাতুন নামের ওই মহিলা নারায়ণগঞ্জ থেকে এসেছে। তাদের দু’জনের করোনা পজিটিভ এসেছে।