সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুতায়িত হয়ে মারুফা বেগম (৪০) নামের এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার পাটিখাল ঘাটা ইউনিয়নের দক্ষিণ মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফা বেগম(৪০) ওই এলাকার মৃত আবুল কালাম আজাদের স্ত্রী।
মারুফার স্বজনরা জানান, দুপুরে ফ্যানের লাইন লাগাতে গিয়ে সে বিদুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।