কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় মঙ্গলবার (১২ মে) দুপুরে বিষখালী নদীর ভেড়িবাঁধ পরিদর্শন করলেন আগাম বন্যায় ক্ষয়ক্ষতি হতে সম্ভাব্য ঝুকিপূর্ণ বাঁধ ও অন্যান্য অবকাঠামো রক্ষায় যাচাই বাছাই কমিটির সদস্য ও পানি উন্নয়ন বোর্ড ডিজাইন সার্কেল-৬ এর নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মো. রুবেল হাওলাদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. কাওসার আহম্মেদ জেনিভ সিকদার, রূপালী ব্যাংক ম্যানেজার নাইমুর রহমান নাইম, একাত্তর টিভি উপজেলা প্রতিনিধি মো. সাকিবুজ্জামান সবুর, বিজয় টিভি প্রতিনিধি নাসির উদ্দীন আকাশসহ নদীর তীরবর্তী লোকজন। এ কর্মকর্তা উপজেলার বিষখালী নদীর ভাঙল কবলিত চিংড়াখালী, জয়খালী ও কাঠালিয়া লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন।
উল্লেখ্য গত কয়েক দিন ধরে কাঠালিয়া লঞ্চঘাট এলাকার ভেরিবাঁধের অনেকাংশ নদী গর্ভে তলিয়েগেছে। এছাড়া শত বছরের পুরানো আউরা হাট, জয়খালী, চিংড়াখালী, কাঠালিয়া, বড় কাঠালিয়ার বেশ কিছু অংশ বিলিন হয়েছে। এতে হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী উপজেলার সকল অফিস, লঞ্চ টার্মিনাল, বাজার, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান, বহু বসতবাড়ি, মসজিদসহ কয়েকশ একর ফসলী জমি ও গাছপালা।