শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
Menu
Menu

কাঠালিয়ায় রূপালী ব্যাংকের ম্যানেজারকে কুপিয়ে আহত

Facebook
Twitter

কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেড়ে রূপালী ব্যাংকের ম্যানেজার ও তার ভাইকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শনিবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামরার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় গুরুতর আহত রূপালী ব্যাংক ম্যানেজার মো.নাঈম হোসেন (৩২) তার ছোট ভাই মঈন হোসেন (২৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যাংক ম্যানেজার নাঈম হোসেন জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র একই বাড়ির নজরুল কবির ফোরকানের সাথে তাদের দ্বন্দ চলে আসছিল।শনিবার ভোররাতে সেহরি খেতে উঠে বাড়ির সামনের মসজিদের চাপকল থেকে পানি আনতে যায় ছোট ভাই মঈন।এ সময় ওত পেতে থাকা নজরুল কবির তার ভাই মাসুম ও মানিক মিলে মঈনের মাথায় ইট দিয়ে আঘাত করে।মঈনের চিৎকারে আমি ছুটে গেলে নজরুল ও তার ভাইরা মিলে আসাকেও কুপিয়ে জখম করে।

অপরদিকে নজরুল কবির ফোরকান জানান, ৬ বছর পূর্বে জমি কিনে সেই জমিতে গাছ রোপন এবং ঘর উত্তোলন করি।শনিবার ভোররাতে সেই জমির গাছ আমাদের প্রতিপক্ষ অচেনা কিছু লোকজন নিয়ে কাটছে টের পেয়ে আমরা সেখানে গিয়ে বাঁধা দেই।এ সময় সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমি নজরুল কবির ফোরকান (৩৫) আমার ভাই মাসুম বিল্লাহ (৪০) আহত হই।

জনপ্রিয়