বিনোদন ডেস্ক।।
বলিউড থেকে শুরু করে এখন সবার ক্রাশ কার্তিক আরিয়ান। কয়েকদিন আগেও তাকে নিয়ে এবং সারা আলি খানকে নিয়ে বলিউডে পানি কম ঘোলা হয়নি। কিন্তু বরাবরই সেসব অস্বীকারই করে আসছেন তারা। কিন্তু কার্তিকেরও একটা মনোবাসনা আছে। যেটা কিনা সরাসরি এবার বলে দিলেন ‘লাভ আজ কাল’ খ্যাত এ অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে র্যাপিড ফায়ার রাউন্ডে কার্তিককে প্রশ্ন করা হয়, নির্জন দ্বীপে কোন বলিউড অভিনেত্রীর সঙ্গে আটকা পড়তে চান তিনি? সবাই ভেবেছিলো এর উত্তরে তিনি সারা আলি খানের নাম বলবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বললেন কারিনা কাপুরের খান। কার্তিক বলেন- কারিনা কাপুর, তিনি আমার খুব প্রিয়।
করোনাভাইরাসের এই সময়েও অন্যসব তারকাদের মতো কার্তিকও ঘরে থাকছেন। তবে অভিনেতা তার ভক্তদের জন্য বানাচ্ছেন মজার ভিডিও। এছাড়া ইউটিউবে ‘কোকি পুছেগা’ নামে একটি টক শো করছেন এই অভিনতো।
পেয়ার কা পঞ্চনামা, পেয়ার কা পঞ্চনামা-টু, সোনু কে টিটু কি সুইটি, লুকাচুপি, পতি পত্নী অউর ওহ’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কার্তিক। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা লাভ আজ কাল। দোস্তানা-টু ও ভুল ভুলাইয়া টু সিনেমায় দেখা যাবে তাকে।