শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

কীভাবে এত শুকিয়েছেন অ্যাডেল!

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।
ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেলের সুরেলা কণ্ঠ নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ‘সামওয়ান লাইক ইউ’, ‘হ্যালো’, ‘রোলিং ডিপ’, ‘স্কাইফল’-এর মতো অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (০৫ মে) ছিলো অ্যাডেলের ৩২তম জন্মদিন। নিজের জীবনের বিশেষ এই দিনটিতে নতুন রূপে হাজির হয়ে ভক্তদের একেবারে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটিশ এই গায়িকা।

৫ মে কালো রঙের পোশাক পরে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। তবে এবারের ছবিটিতে রয়েছে কিছুটা ভিন্নতা। কারণ ৩২ বছর এই তারকা নিজেকে এতোটাই শুকিয়ে ফেলেছেন যে, প্রথমে দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না এটি অ্যডেল।

অ্যাডেলের এই নতুন রূপ দেখার পর সকলেই তার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করে লিখেছেন- অ্যাডেলের এই পরিবর্তনই সকলকে মনে করিয়ে দেবে যদি কেউ কোন কিছু মন থেকে চায় তাহলে তা অর্জন করা সম্ভব।

জনপ্রিয়