সোমবার, ২৭ জুন ২০২২, ০২:৪৩ পূর্বাহ্ন
১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
কীর্তন আমার নদী
জাফর আহমেদ
কীর্তন নদীর সাথে আমার আছে মনের মিল,
জানো আকাশ -চাঁদ তারকা শূন্য ওড়া চিল।
আমার প্রাণের কীর্তন নদী ডেকে বলে রোজ,
বন্ধু তুমি কাছে এসে নেওনা আমার খোঁজ।
আমার নদীর বুকের ভেতর বাতাস খেলে ঢেউ,
মুগ্ধ হতে রুপের ঝলক -দেখতে যদি কেউ।
আমার বাড়ি ঢেউ টলোমল কীর্তন নদীর তীরে,
সে যে আমার প্রিয় নদী মুগ্ধ আলোর ছবি।
(মুগ্ধ কবি) জাফর আহম্মেদ