রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

কুয়াকাটায় অবৈধ দখলদারিত্ব রুখে দিল পুলিশ

Facebook
Twitter

কুয়াকাটা প্রতিনিধি॥
কুয়াকাটার খানাবাদ গ্রামে একটি চিহিৃত ভুমিদস্যুদের অবৈধ দখলদারিত্ব রুখে দিলেন মহিপুর থানার পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশের টিম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলে দখলদাররা শটকে পড়ে। জমি দখল করে অবৈধ ঘর তোলার আগাম প্রস্তুতি বিষয়টি পুলিশের নজরে আসলে মিস্ত্রিদের কাজ বন্ধ রেখে মালামাল অপসারণের নির্দেশ দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, কুয়াকাটা খানাবাদ কলেজের প্রতিষ্ঠা আলহাজ জহিরুল ইসলাম খানের মালিকানাধীন ও ভোগদখলীয় জমি দখল নিতে স্থানীয় একটি জালজালিয়াতির চক্রের ২০-২৫ জনের সঙ্গবদ্ধ চক্র কাঠ ও টিন দিয়ে ঘর তোলার আগাম প্রস্তুতি নিচ্ছিল। অন্তঃত ৫টি বাড়িতে ৩০ টি ঘর তোলার চাল, বেড়া, ফ্রেম, টিন ও সরঞ্জামি দেখতে পায় পুলিশ। তড়িঘরি করে অসংখ্য মিস্ত্রি কাঠ ও টিনে জোড়া লাগাচ্ছে। গত কয়েকদিন ধরে দিনরাত পরিশ্রম এ কাজ করছিল তারা।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জাম সাংবাদিকদের বলেন, রাতের অন্ধকারে যারা ঘর তুলতে চায় নিশ্চিত তারা দখলবাজ। ওইসব দখলবাজ ও জালিয়াতি চক্রদের রুখতে রাষ্ট্রযন্ত্র প্রস্তুত রয়েছে।

জনপ্রিয়