কুয়াকাটা প্রতিনিধি॥
পটুয়াখালীর কুয়াকাটায় ২৫ গ্রাম গাঁজাসহ মোঃ রাসেল মুন্সি (২৪)কে মহিপুর থানা পুলিশ আটক করেছে। রবিবার (২১ জুন) দুপুর ২টার দিকে কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া গ্রামের সিরাজুল ইসলাম মিয়াজীর বাড়ির সামনে থেকে আটক করা হয়। রাসেলের বাবার নাম মোঃ জহিরুল ইসলাম মুন্সী। তার বাড়ি পাঞ্জুপাড়া গ্রামে। আটককৃত রাসেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মহিপুর থানার উপ-পরিদর্শক এসআই মোঃ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে আটক করা হয়। রাসেল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।