বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

কুয়াকাটায় দুই জেলেকে ১০হাজার টাকা জরিমানা

Facebook
Twitter

কুয়াকাটা প্রতিনিধি॥
পটুয়াখালীর কুয়াকাটায় ৬৫দিন প্রজনন মৌসুম উপেক্ষা করে মাছ ধরার অপরাধে দুই জেলেকে দশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা। শুক্রবার (৫ জুন) দুপুরে সাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে তাদেরকে আটক করে মহিপুর থানা পুলিশ। আটকৃত জেলেরা হলেন হানিফ (৪০) ও সাগর (২০)। তাদের বাড়ি কুয়াকাটা পৌর শহরে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ট্রলারসহ দুই জেলেকে আটক করা হয়েছে। এসময় প্রায় ২’শ কেজি চিংড়ি মাছ ও বেশ কিছু জাল জব্দ করা হয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯ (এ) লঙ্ঘন করে মাছ আহরণ করায় আটককৃত জেলেদের দশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি মাছ নিলামে বিক্রি করার আদেশ দেন এবং জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেন। এছাড়া ট্রলারটিকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন।

জনপ্রিয়