শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ, ১৪৩০
কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গলিত একজোড়া কচ্ছপ ভেসে এসে বালুতে আটকে আছে। কচ্ছপ দু’টির দেহ অধিকাংশ পঁচে গেছে। বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে আধা কিঃমিঃ পূর্বদিকে একটি এবং কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে আরেকটি কচ্ছপ দেখতে পাওয়া যায়।
স্থানীয় জেলে ছালেক মোল্লা বলেন, গত দুইদিন ধরে কচ্ছপ দুটি জোয়ারের স্রোতে ভেসে এসে বালুতে আটকে আছে। পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখনো কেউ অপসারণ করেনি।
কুয়াকাটা ঘুরতে আসার সবুজ নামের এক পর্যটক বলেন, সকালে গঙ্গামতি পয়েন্টে যাওয়ার সময় কচ্ছপ দু’টি চোখে পড়েছে। দুপুরের সময় দেখি সেখানেই পড়ে আছে। বাতাসে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো দ্রুত অপসারণ করা উচিত।
গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সৈকতের বালুতে আটকে থাকা কচ্ছপ দু’টি অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ প্রজাতির (লেপিডোচেলিস অলিভাসিয়া)। যা সাধারণত প্যাসিফিক রিডলি সামুদ্রিক কচ্ছপ নামেও পরিচিত। এ প্রজাতির কচ্ছপগুলো মূলত সৈকতের বালুতে ডিম পেড়ে আবার সমুদ্র চলে যায়। রোদের তাপে বালু গরম হয়ে ডিম ফুটে বাচ্চা বের হয়। তবে কি কারণে মারা যাচ্ছে তা নিশ্চিত করে বলা মুশকিল। অনেক সময় বার্ধক্য জনিত কারণেও কিছু কচ্ছপ মারা যায়। ডিম পাড়ার জন্য উপকূলে উঠলে অসচেতন জেলেরাও মেরে ফেলে। আবার অনেক সময় ছেলেদের জালে পেঁচিয়ে মারা যায়। সমুদ্রের ফিশিং জাহাজের জালে আটকে মারা যেতে পারে।
সৈকতে কচ্ছপ ভেসে আসা প্রসঙ্গে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কচ্ছপ দু’টি গত দুই তিন দিন ধরে কুয়াকাটা সৈকতের বালুতে আটকে থাকলে আমাকে কেউ জানায়নি। যার কারণে অপসারণ কিংবা মাটি চাপা দেওয়া সম্ভব হয়নি। এখনই খবর পেয়েছি। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হবে।