রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

কোহলির নামে সড়ক হচ্ছে অস্ট্রেলিয়ায়!

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে রকব্যাক অঞ্চলের মেলটন সিটি কাউন্সিলের বেশ কয়েকটি সড়ক বিশ্বের তারকা ক্রিকেটারদের নামে নামকরণ করা হয়েছে। রিচার্ড হ্যাডলি, শচীন টেন্ডুলকার, গ্যারি সোবার্স, স্টিভ-মার্ক ওয়াহ, ইমরান খান, জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরামদের নামে সড়কের নাম রাখা হয়েছে। ফলে কদর বেড়েছে সেখানকার আবাসিক অঞ্চলের। এবার সেখানে উঠতে পারে ভারত অধিনায়ক বিরাট কোহলিরও নাম।

এক প্রপার্টি ডেভলপার ভরুন শর্মা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটারদের নামে সড়কের নামকরণ করার পর থেকে খোঁজখবর দ্বিগুণ বেড়েছে। সকলেই এখানে আসছেন এবং আগ্রহ দেখাচ্ছেন। প্রচুর লোক খোঁজ নিচ্ছেন নির্মাণধীন এই আবাসিক অঞ্চলের’।

আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর করার সূচি রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের। তখন কোহলির নামেও সড়কের নামকরণ হবে বলে ইঙ্গিত দেন শর্মা।

তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে কোহলির নামেও নামকরন হতে পারে কোন সড়কের’।

মেলটনের মেয়র জানান, ‘মনে হচ্ছে আশপাশের সবাই ক্রিকেট ভালোবাসে। এখানকার বেশ কিছু সড়ক ক্রিকেটারদের নামে হওয়ায় সকলেই ইতিবাচক সাড়া দিচ্ছেন’।

জনপ্রিয়