শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

কোহলি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান : ইউসুফ

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে শাসন করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহালি। তাই তাকে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বললেন পাকিস্তানের সাবেক মিডল-অর্ডার খেলোয়াড় মোহাম্মদ ইউসুফ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্তদের সঙ্গে আলাপকালে কোহলির ব্যাপারে এ মন্তব্য করেন ইউসুফ।

তিনি বলেন, ‘এই মূহুর্তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হলো কোহলি। অসাধারন এক ক্রিকেটার সে। তার ব্যাটিং শৈলি ও পারফরমেন্স বিশ্বকে অবাক করে। সে শুধুমাত্র উচ্চমানের খেলোয়াড়ই নন, বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানও’।

ভারতের হয়ে ৮৬টি টেস্টে ২৭টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরিতে ৭ হাজার ২৪০ রান করেছেন কোহলি। ২৪৮টি ওয়ানডে ম্যাচে ৪৩টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ-সেঞ্চুরিতে ১১ হাজার ৮৬৭ রান করেছেন তিনি। ৮২টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪ হাফ-সেঞ্চুরিতে ২ হাজার ৭৯৪ রান কোহলির।

কোহলির এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান সে, এমন মন্তব্য করেন ইউসুফ।

তিনি বলেন, ‘কোহলি ভারতের রান মেশিন। এক সময় যেমনটা ছিলেন শচীন টেন্ডুলকার। কোহলির হাত ধরেই ভারত অনেক কঠিন ম্যাচ জিতেছে। বড় বড় টার্গেটকে সহজ করেছেন কোহলি’।

কোহলির সঙ্গে ভারতের ব্যাটিংয়ে আরেক ভরসার নাম রোহিত শর্মা।

ইউসুফ বলেন, ‘কোহলির সাথে রোহিত শর্মাও ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান। বর্তমানে কোহলি-রোহিতের উপর ভারতের ব্যাটিং অনেক বেশি নির্ভরশীল’।

সম্প্রতি ভারতের সাবেক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের প্রশংসাও করেছেন ইউসুফ। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, টেন্ডুলকার-ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা-অস্ট্রেলিয়ার রিকি পন্টিং-দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারার মধ্যে কে এক নম্বর?

ইউসুফ বলেন, ‘টেন্ডুলকার এক নম্বর। টেন্ডুলকার ধারাবাহিক ছিলেন। এরপর লারা। তার অনেকগুলো বড় ও দুর্দান্ত ইনিংস ছিলো’।

১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন ৪৫ বছর বয়সী ইউসুফ। দেশের হয়ে ৯০টি টেস্ট, ২৮৮টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেন তিনি। টেস্টে ৭ হাজার ৫৩০ রান, ওয়ানডেতে ৯ হাজার ৭২০ রান ও টি-টোয়েন্টিতে ৫০ রান করেন ইউসুফ।

জনপ্রিয়