স্পোর্টস ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজের পর এবার প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরতে শুরু করেছে অস্ট্রেলিয়ায়ও। করোনা ভাইরাস পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়।
ডারউইন অ্যান্ড ডিস্ট্রিক্টের ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী ৬ জুন। টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে শুরু হবে প্রতিযোগিতার প্রিমিয়ার গ্রেড। এরপর হবে ওয়ানডে টুর্নামেন্ট।
ফাইনাল হওয়ার কথা আগামী ১৯ সেপ্টেম্বর। চলতি বছরের এনটি স্ট্রাইক লিগ নিয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ২০১৮ সালে এই টুর্নামেন্টে খেলেছিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
খেলতে নামার আগে কোভিড-১৯ নিরাপত্তায় যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, নর্দান টেরিটোরি সরকারের কাছে এর রিপোর্ট জমা দিতে হবে ক্লাবগুলোর। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) গাইডলাইন অনুযায়ী, টুর্নামেন্টে ক্রিকেটাররা বলে ঘাম কিংবা লালা ব্যবহার করতে পারবেন না।