রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
Menu
Menu

ক্ষতবিক্ষত হৃদয়

Facebook
Twitter

ক্ষতবিক্ষত হৃদয়
।।মাহফুজা রিনা।।
রক্তাক্ত ছিন্ন ভিন্ন হৃদয়ে আজ আর কেউ নাই,
হৃদয় পিঞ্জরে রেখেছিলাম তোমাকে, অতি যত্নে।
তিল তিল করে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে লালন করেছিলাম।
তোমার প্রেমের সহস্র আঘাতে ক্ষতবিক্ষত হয়েছি, হয়েছি রক্তাক্ত,
যদিও এ রক্তক্ষরণ দেখা যায় না,
তবুও কি ভীষণ রক্তাক্ত!
চূর্ণবিচূর্ণ ভিতরটা।
বাহিরে আমি সম্পূর্ণ অক্ষত।
একটি বার তোমার আলিঙ্গনে আবদ্ধ হবার
আশায় হৃদয়ের খাচায় যত্ন করে রাখি।
মাঝে মাঝে তোমার অনুভবের দেয়ালে
মাথা খুটে খুটে রক্তাক্ত হই।
হৃদয়ের দেয়াল ভিজে যায়, অশ্রু বানে নয়,
স্বপ্নের রক্তাক্ত প্লাবনে।
তবুও একবুক অতৃপ্ত আশা নিয়ে জেগে স্বপ্ন দেখি তোমার বাহুডোরে বন্দী হবার।
তুমুল ঝড়ের বজ্রাঘাতে সবকিছু তুচ্ছ করে তোমায় রাখতে চেয়েছি মনের মঞ্জিলে।
ভাবিনি হঠাৎ আঘাত হানবে আমার পানে,
আমার স্বপ্নের রক্তাক্ত সমাধি হবে তোমার ঐ হাতে।
তবুও আমার এই হৃদয় প্রতি ক্ষনে ক্ষনে রক্তাক্ত হয় শুধু তোমার কথা ভেবে।

জনপ্রিয়