বিনোদন ডেস্ক।।
৩৭ বছরে পা দিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। লকডাউন এবং কোয়ারেন্টাইন জীবন কাটানোর ফলে এবারের জন্মদিন কোনো জাঁকজমক নেই ক্যাটরিনার।
তবে জন্মদিনেও ক্যাটরিনাকে নিয়ে অব্যাহত একের পর এক বিতর্ক। কখনো সালমান খান, রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার নাম জড়িয়ে শুরু হয়ে বিতর্ক। আবার কখনো গুলশন গ্রোভারের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক। সবকিছু মিলিয়ে জন্মদিনেও ক্যাটরিনাকে নিয়ে শুরু হয় একের পর এক বিতর্ক।
বলিউডে আসার পর ‘বুম’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন ক্যাট। বুম-এ গুলশন গ্রোভারের সঙ্গে ক্যাটরিনার চুম্বন দৃশ্য নিয়ে এক সময় জোর শোরগোল শুরু হয়। যা নিয়ে একেবারেই মাথা ঘামাননি ক্যাট।
তিনি বলেন, ‘খবরের অভাব পড়েছে বলিউডে। তাই হয়তো এমন সংবাদ নিয়ে আলোচনা তৈরি হতে পারে। হাস্যকর একটি বিষয়। এ নিয়ে কথা বলা লাগবে সেটিও ভাবিনি। তবে মাথাও ঘামাচ্ছি না। তবে একটা বিষয় বলতে চাই, শুধুমাত্র বিতর্কের জন্য কাউকে নিয়ে আলোচনা তৈরি না করাটা বুদ্ধিমানের কাজ।’