শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

খুলনায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ল্যাবে একদিনে সর্বোচ্চ ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ১৮ জন রয়েছেন। এদের আটজনের ফলোআপ রিপোর্ট। বাকি ১০ জন নতুন করে শনাক্ত হয়েছেন।

এছাড়া বাগেরহাটের চারজন, পিরোজপুর, গোপালগঞ্জ ও সাতক্ষীরার একজন করে আক্রান্ত হয়েছেন। সোমবার (০১ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি বলেন, সোমবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ৮০টি। এদের মধ্যে এখন পর্যন্ত একদিনে সর্বাধিক ২৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১৮ জন খুলনার। তাদের আটজনের ফলোআপ রিপোর্ট। বাকি ১০ জন নতুন করে শনাক্ত হয়েছেন।

ডা. মেহেদী নেওয়াজ আরও বলেন, খুলনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন কেএমপির কন্ট্রোল রুমের একজন উপপরিদর্শক (৩৫), শিল্পাঞ্চল পুলিশের দুইজন সদস্য, তাদের বয়স (৩২) ও (২০)। স্থানীয় একটি দৈনিক পত্রিকার পাইকগাছার কপিলমুনি এলাকার প্রতিনিধি (৫০), ঢাকার এক বাসিন্দা (২০)। খুলনা জেলা কারাগারের দুইজন, তাদের বয়স (৩৭) ও (৫০), দিঘলিয়ার দেয়াড়া গ্রামের একজন (৩৮), খালিশপুর ক্রিসেন্ট মিল কলোনীর এক ব্যক্তি (৫০), কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার একজন (২৭)। রূপসা উপজেলার বাগমারা এলাকার দুইজন, তারা সম্পর্কে স্বামী (৩০) ও স্ত্রী (২৫)। শেখ আবু নাসের হাসপাতালের একজন অফিস সহকারী (৪৮), রূপসার বাগমারা এলাকার মৃত তানভীর আলম বাবুর (৩২) ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে। এছাড়া খুমেকের ল্যাবে বাগেরহাটের চারজন, পিরোজপুর, গোপালগঞ্জ ও সাতক্ষীরার একজন করে শনাক্ত হয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় ৫৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৪২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১০ জন।

জনপ্রিয়