স্পোর্টস ডেস্ক।।
ঘোষণা এসেছে লা লিগা মাঠে ফেরার। ১১ জুন থেকে আবার স্প্যানিশ ফুটবলে মাতবে বিশ্ব। করোনাভাইরাস পরবর্তী লা লিগায় খেলোয়াড় বদলের নিয়মে পরিবর্তন আসছে। খেলোয়াড়দের চোটের ঝুঁকি কমাতে প্রত্যেক দল এক ম্যাচে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। নতুন এই নিয়মে বার্সেলোনার ‘ক্ষতি’ দেখছেন দলটির কোচ কিকে সেতিয়েন।
বাড়তি খেলোয়াড় বদলের সুযোগে খুশির হওয়ার কথা বার্সা কোচের। তার বেঞ্চও সমৃদ্ধ দারুণ কিছু খেলোয়াড়ে। এরপরও তিনি দলের খারাপ দিকই দেখতে পাচ্ছেন নতুন নিয়মে। আর এটার কারণ হলো নিজেদের শক্তি বাড়ায় পাশাপাশি প্রতিপক্ষের শক্তিও বেড়ে যাচ্ছে। প্রতিপক্ষের খেলোয়াড়রা শেষ দিকে যখন হাঁপিয়ে যায়, ঠিক তখনই কোপ মারে বার্সেলোনা। কিন্তু পাঁচজন খেলোয়াড় বদলির সুযোগ থাকায় শেষ দিকেও সতেজ থাকতে পারবে তাদের প্রতিপক্ষ।
এই কারণেই সেতিয়েন বলছেন, ‘আমার মনে হয় পাঁচ খেলোয়াড় বদলির নিয়ম আমাদের জন্য ক্ষতিকর হতে যাচ্ছে। কারণ আমরা অনেক ম্যাচ ঘুরে দাঁড়িয়েছি শেষ কয়েক মিনিটে গিয়ে। কিন্তু এখন আমাদের প্রতিপক্ষরা সতেজ থাকবে (শেষ মুহূর্ত পর্যন্ত)।’
অল্প সময়ের মধ্যে লিগ শেষ করতে খেলোয়াড়দের অনেক ম্যাচ খেলতে হবে। এতে চোটের ঝুঁকি বেড়ে যাচ্ছে কয়েক গুন। আর সব কোচের মতো সেতিয়েনও চিন্তিত চোট নিয়ে, ‘অল্প সময়ের মধ্যে অনেক ম্যাচ খেলতে হবে। পারফরম্যান্স ধরে রাখার চাপও থাকবে, তাতে চোটে পড়বে খেলোয়াড়রা। আমরা আশা করছি মানুষজন যতটা ভাবছে তার চেয়ে কম (চোটের) ক্ষতি হবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘যদিও অনেক বেশি চোটের সম্ভাবনা রয়েছে, যেমনটা জার্মানিতে হচ্ছে। কারণ আমরা প্রায় দুই মাস সোফায় বসে ছিলাম, খেলার মধ্যে ছিলাম না।’