সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

খোলা জায়গায় ঈদের নামাজ পড়ার অনুমতি দিল ইরান

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

করোনাভাইরাস মহামারির মধ্যেই খোলা জায়গাতে আসন্ন ঈদুল ফিতরের নামাজ পড়তে পারবেন ইরানের নাগরিকেরা।

রোববার দেশটির করোনা প্রতিরোধ কমিটি এই ঘোষণা দিয়েছে। ইরানের সব শহরেই খোলা জায়গায় ঈদের নামাজ পড়া যাবে। এর আগে নিয়মিত জামাতের অনুমতি দেয়া হয়েছিল। খবর গালফ নিউজের।

সেক্রেটারি হোসেইন কাজেমি জানান, সবগুলো শহরে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আয়োজন করা হবে। তবে যেখানে মানুষের উপস্থিতি বেশি হতে পারে সেখানে আয়োজন করা হবে না।

ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার ৯৮৮ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন এক লাখ ২০ হাজার ১৯৮ জন। আক্রান্তদের মধ্যে ৯৪ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

জনপ্রিয়