লাইফস্টাইল ডেস্ক।।
গরম পড়তে শুরু করেছে। তৈলাক্ত ত্বক যাদের, তারা এই সময় বেশ বিড়ম্বনার শিকার হন। গরমে অতিরিক্ত তেলতেলে হয়ে পড়ে ত্বক। ফলে বাড়ে ব্রণের মতো সমস্যা। জেনে নিন গরমেও কীভাবে ত্বক রাখবেন তেলহীন ও ফ্রেশ।
** ত্বকের জন্য ময়েশ্চারাইজার ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এই আবহাওয়ায় অবশ্যই লাইট ও অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
** ত্বকের বাড়তি তেল দূর করার জন্য টোনিং করতে হবে নিয়মিত। ত্বক পরিষ্কারের পর গোলাপজলে তুলা ভিজিয়ে ত্বকে চেপে নিতে পারেন। এটি প্রাকৃতিক টোনার হিসেবে আপনাকে দেবে ফ্রেশ লুক।
** মেকআপ কম ব্যবহার করার চেষ্টা করুন। বিশেষ করে ফাউন্ডেশন।
** দিনে দুই থেকে তিনবার ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন। ব্যাগে একটি ফেশওয়াশ রেখে দিতে পারেন।
** সঙ্গে ওয়েট টিস্যু ও ব্লটিং পেপার রাখুন। বাড়তি তেল ও ময়লা দূর করতে কাজে লাগবে এগুলো।
** বাড়তি তেল দূর করতে মুলতানি মাটি কিংবা চন্দনের ফেসপযাক ব্যবহার করুন সপ্তাহে দুইবার।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া