গলাচিপা প্রতিনিধি।।
গলাচিপায় গরুর হাট থেকে ১লক্ষ টাকা জাল নোটসহ মোঃ শামিম (৩৫) নামের একজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে হাতে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার চিকনিকান্দি গরুর হাটে মঙ্গলবার শেষ বেলায়।
জানা গেছে, চিকনিকান্দি গরুর বাজারে পানখালী গ্রামের মজিদ খা’র ছেলে মকবুল খা গরু বিক্রির জন্য দর কষাকষি করছিল দুমকি উপজেলার জলিষা গ্রামের সোহরাব হোসেনের ছেলে শামিমের সাথে। গরু বিক্রির মূল্যের নোটগুলো জাল হওয়ায় স্থানীয়রা সাথে সাথে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিমকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে গলাচিপা থানার এসআই সাইফুল ইসলাম জানান, জালনোট সহ আটকের পর শামিমকে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।