স্পোর্টস ডেস্ক।।
বার্সেলোনার ইতিহাসে পেপ গার্দিওলার নামটা এক রকম স্বর্ণাক্ষরেই খোদাই করা। সঙ্গে সাবেক সভাপতি হুয়ান লাপোর্তার নামটাও সমানভাবে বার্সা সমর্থকদের কাছে স্মরণীয়। তার নেওয়া গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তই যে ক্লাবের গতিপথটা পালটে দিয়েছিল! সে লাপোর্তা জানালেন, আগামী গ্রীষ্মের নির্বাচনে জিতে আবারও ক্লাবের দায়িত্বে আসতে চান, সঙ্গে ফেরাতে চান গার্দিওলাকেও।
২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকা লাপোর্তার সিদ্ধান্তেই ২০০৭-০৮ মৌসুম শেষে যুবদলের কোচ থেকে বার্সার কোচ হয়েছিলেন গার্দিওলা। এর আগে জাভি-ইনিয়েস্তাদেরকে ক্লাবে ধরে রাখা, রোনালদিনহোকে দলে ভেড়ানো, ফ্রাঙ্ক রাইকার্ডকে কোচ করা এসব সিদ্ধান্তও ছিল তারই।
সে লাপোর্তা আবারও বার্সায় ফিরতে চান সভাপতি হয়ে। তার আগে আগামী নির্বাচনে জিততে হবে তাকে। কাতালান এক টিভিকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানান, সে প্রস্তুতিও জোরেশোরেই নিচ্ছেন তিনি। বললেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে নিজের নাম ঘোষণা করার জন্য প্রস্তুত হচ্ছি। আমি আগেও প্রেসিডেন্ট ছিলাম। আর এখন আবার ফিরতে পারলে ব্যাপারটা হবে দারুণ।’
গার্দিওলা চার মৌসুমের ব্যবধানে বার্সাকে জিতিয়েছিলেন ১৪টি শিরোপা, যার শুরুটা হয়েছিল লাপোর্তার শাসনামলেই। স্প্যানিশ এই রাজনীতিবিদ ও ব্যবসায়ী জানান গার্দিওলাকে আবারও দেখতে চান ন্যু ক্যাম্পের ডাগআউটে।
তিনি বলেন, ‘পেপকে আবারও আমি বার্সার ডাগআউটে দেখতে চাই। সিদ্ধান্তটা যদিও দিনশেষে তারই, তবুও। বার্সেলোনার জন্য সে একটা মান নির্ধারণ করে দিয়ে গেছে। কাতালানরাও গার্দিওলাকে বার্সার কোচ হিসেবে দেখতে চায়, এ ব্যাপারে আমি নিশ্চিত। সময় হলে আমি তার সঙ্গে যোগাযোগ করব।’