অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসের জেরে বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী। এর ফলে মানুষের জীবনযাপনেও ব্যাপক পরিবর্তন এসেছে। এর আগে লকডাউন, কোয়ারেন্টাইন, কোভিড-১৯ লিখে গুগলে সার্চ করছেন অসংখ্যবার। কিন্তু এখন ভিন্নতা এসেছে গুগল সার্চেও।
দেখে নেয়া যাক গুগলের গত সপ্তাহের ট্রেন্ডিং সার্চের বিষয়গুলো-
১. রিলাক্সেশন: গত সপ্তাহে গুগলে সবচেয়ে বেশি রিলাক্সেশন লিখে সার্চ করা হয়েছে। প্রতিনিয়তই এই টপিকে সার্চের পরিমাণ বাড়ছে।
২. মেডিটেশন: টেক জায়ান্ট গুগলের মতে মেডিটেশন শব্দটি দিয়ে এর আগে কখনো এত বেশি সার্চ করা হয়নি। অথচ গত সপ্তাহে এটি দ্বিতীয় অবস্থানে ছিল।
৩. ব্রিদিং এক্সসারসাইজ: লকডাউনের প্রভাবে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ায় মানুষ এখন ইন্টারনেটে ব্রিদিং এক্সসারসাইজ কনটেন্ট খুঁজছে।
৪. হাউ টু অর্গানাইজ: লকডাউনের কারণে ঘরবন্দি মানুষ নিজেদেরকে ঘরের কাজে ব্যস্ত রাখতে এ সংক্রান্ত কী ওয়ার্ড দিয়ে সার্চ করছেন।
৫. আত্মতৃপ্তি: ইনার পিস, আত্মতৃপ্তি কিংবা কিভাবে শান্ত থাকা যায় তা গুগলে জানার চেষ্টা করছে মানুষ।