রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

গুগলে যে পাঁচ বিষয় মানুষ বেশি খুঁজছে

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসের জেরে বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী। এর ফলে মানুষের জীবনযাপনেও ব্যাপক পরিবর্তন এসেছে। এর আগে লকডাউন, কোয়ারেন্টাইন, কোভিড-১৯ লিখে গুগলে সার্চ করছেন অসংখ্যবার। কিন্তু এখন ভিন্নতা এসেছে গুগল সার্চেও।

দেখে নেয়া যাক গুগলের গত সপ্তাহের ট্রেন্ডিং সার্চের বিষয়গুলো-

১. রিলাক্সেশন: গত সপ্তাহে গুগলে সবচেয়ে বেশি রিলাক্সেশন লিখে সার্চ করা হয়েছে। প্রতিনিয়তই এই টপিকে সার্চের পরিমাণ বাড়ছে।

২. মেডিটেশন: টেক জায়ান্ট গুগলের মতে মেডিটেশন শব্দটি দিয়ে এর আগে কখনো এত বেশি সার্চ করা হয়নি। অথচ গত সপ্তাহে এটি দ্বিতীয় অবস্থানে ছিল।

৩. ব্রিদিং এক্সসারসাইজ: লকডাউনের প্রভাবে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ায় মানুষ এখন ইন্টারনেটে ব্রিদিং এক্সসারসাইজ কনটেন্ট খুঁজছে।

৪. হাউ টু অর্গানাইজ: লকডাউনের কারণে ঘরবন্দি মানুষ নিজেদেরকে ঘরের কাজে ব্যস্ত রাখতে এ সংক্রান্ত কী ওয়ার্ড দিয়ে সার্চ করছেন।

৫. আত্মতৃপ্তি: ইনার পিস, আত্মতৃপ্তি কিংবা কিভাবে শান্ত থাকা যায় তা গুগলে জানার চেষ্টা করছে মানুষ।

জনপ্রিয়