রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

গুজবে কান দেবেন না: সালমানের হুশিয়ারি

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

ভারতে করোনার বিশেষ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই পানভেলের ফার্ম হাউসে রয়েছেন অভিনেতা সালমান খান। সেখান থেকে মুম্বাইয়ের নিজের অ্যাপাটমেন্টে ফেরা হয়নি অভিনেতার। ভিডিও কলেই নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি।

তবে এবার শোনা গেলো ভিন্ন কথা। করোনার বিশেষ পরিস্থিতি ভেঙ্গেই মুম্বাইয়ের বাড়িতে ফিরে এসেছেন। এতদিন দূরে থেকে পরিবারের জন্য মন খারাপ হচ্ছিল বলে নাকি বাড়ি ফিরেছেন তিনি। এই খবর সম্প্রতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুধু এখানেই শেষ নয়, সালমান খান তার ফিল্মের কাজও শুরু করে দিয়েছেন। কাস্টিং পর্বেরও কাজও প্রায় শেষ বলে গুজব ছড়ানো হয়।

কিন্তু এ খবর যে সত্যি না তা পরিষ্কার করে দিয়েছে সালমান নিজেই। এই গুজব ছড়ানোয় রেগে গিয়েছেন তিনি। এমনকী, তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন বলে জানিয়েছেন। অবশেষে নিজেই একটি টুইটার পোস্টে মুখ খুলেছেন তিনি।

সালমান লিখেছেন, গুজবে কান দেবেন না। এটা স্পষ্ট করে বলা হচ্ছে যে আমি বা সালমান খান ফিল্মস এই মুহূর্তে কোনো কাস্টিং এর কাজ করছেন না। আমরা কোনো কাস্টিং এজেন্ট হায়ার করিনি আমাদের পরবর্তী ছবিগুলির জন্য। এই বিষয়ে কোনো মেল বা মেসেজ এলে সেগুলিতে কান দেবেন না। যদি দেখা যায় কেউ আমার বা সালমান খান ফিল্মসের নাম বেআইনিভাবে ব্যবহার করছে, তাহলে আইনি পদক্ষেপ করা হবে।

প্রসঙ্গত, ফার্ম হাউসে সালমান একা নন। সঙ্গে রয়েছেন তার বোন অর্পিতা এবং অর্পিতার দুই সন্তান। ফার্ম হাউসে থেকে সালমানের অন্যতম একটি প্ল‍্যানই ছিল অর্পিতার সন্তান আহিল ও আয়াতের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। সোহেল খানের ছেলেও এখানেই রয়েছেন। এছাড়াও আরো কয়েকজন তারকাও রয়েছেন তার সঙ্গে। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, রিউমরড বান্ধবী ইউলিয়া ভান্তুর, অভিনেত্রী ওয়ালুশা ডিসুজা এবং গায়ক কামাল খানও বলিউডের ভাইজানের সঙ্গেই কোয়ালিটি টাইম কাটাচ্ছেন।

জনপ্রিয়