বিনোদন ডেস্ক।।
মারণ ভাইরাসের সংক্রমণের কারণে এবার বসেনি মেট গালার আসর। ফলে হাই প্রোফাইল অনুষ্ঠানের আসরে হাজির হতে পারেননি তারকারা। সেই তালিকা থেকে বাদ পড়েননি প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনও।
শুটিং থেকে সময় বের করে পিগি, দীপ্পিরা হাজির হতেন মেট গালার আসরে। কিন্তু এবার করোনাভাইরাসের সংক্রমণের জেরে তারা বসে রয়েছেন বাড়িতেই।
সম্প্রতি মুক্তি পায় মেট গালার লাল গালিচার অনুষ্ঠানের বাইরে প্রাইভেট পার্টির ছবি। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে নতাশা পুনাওয়ালাকেও পার্টি করতে দেখা যায়। সেই ছবির রেশ কাটতে না কাটতেই এবার ভাইরাল হল দীপিকার একটি ছবি এবং ভিডিও।
যেখানে মেট গালার লাল গালিচায় হাজির হওয়ার আগে সাজগোজ শেষ করে ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দেখা যায় দীপিকাকে। বলিউড অভিনেত্রীর সেই ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।