গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
মাহেন্দ্রা সমিতি গঠনকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালুকে (৪৩) কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় আহতের স্ত্রী শামীমা খানম বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহত রেমন তালুকদার কালু জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশে বাটাজোর মাহেন্দ্রা সমিতির কমিটি গঠন করার জন্য বুধবার সন্ধ্যায় ইউনিয়ন যুবলীগের সভাপতি সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে বাটাজোর বাসষ্ট্যান্ডের মাহেন্দ্রা সমিতির কার্যালয়ে বৈঠকে বসা হয়। এসময় স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান ও খোকন ফকিরের ইন্ধনে বাটাজোর ইউপি চেয়ারম্যানের আব্দুর রব হাওলাদারের ছেলে রাহিদ হাওলাদার, তৌকির হাওলাদার, রাহিম হাওলাদার সহ তাদের সহযোগীরা তার (রেমন তালুকদার) উপর ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।