রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

গৌরনদীতে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

Facebook
Twitter

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
গৌরনদী বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কাজী ভিলায় বাথরুমের ঘ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ওই বাসা থেকে ৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষাধিক টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।মঙ্গলবার (১৪ মে) গভীর রাতে বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষি ব্যাংক কর্মকর্তা কাজী জিয়ার বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

কাজে জিয়ার ছোট ভাই কাজী সাইমন অভিযোগ করে বলেন মঙ্গলবার রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। গভীর রাতের দিকে বাথরুমের গ্রীল কেটে চোরচক্র বাসায় প্রবেশ করে। এ সময় তারা আলমিরা ভেঙে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় দুই লক্ষ টাকা নিয়ে যায়। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ কাগজও নিয়ে যায়। সকালে আমরা ঘুম থেকে উঠে আলমিরাসহ বিভিন্ন সুকেজের মালামাল এলোমোলো দেখতে পাই। আলমিরাতে রাখা স্বর্ণ ও টাকা খুঁজতে গিয়ে দেখি সেগুলো নেই। চোরদল সেগুলোকে নিয়ে গেছে। এ ঘটনাটি আমরা তাৎক্ষনিক জরুরি সেবা ৯৯৯ ফোন দেই, তারা তাৎক্ষণিক অভিযোগ দায়ের করতে বলেন, সাথে সাথে গৌরনদী মডেল থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করি।

গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তা কাজী জিয়ার বাসায় চুরির ঘটনাটি আমরা শুনেছি। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আমরা চোরচক্রকে ধরার চেষ্টা চালাচ্ছি। আশা করি খুব দ্রুত তাদের আটক করতে সক্ষম হবো।

জনপ্রিয়