বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

গৌরনদীতে পিকআপ ভ্যানচাপায় নারীসহ নিহত ২

Facebook
Twitter

গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় পিকআপ ভ্যানচাপায় নারীসহ দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক নারী।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গৌরনদী হাইওয়ে থানার (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান। এর আগে বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইল্লা এলাকার বাসিন্দা বারেক বেপারী (৬০) ও পার্শ্ববর্তী ডাসার থানার পূর্ব পুয়ালি এলাকার আক্তার (৩০)। আহত নারী হলেন- আলেয়া বেগম (৫০)। হতাহতদের মধ্যে ওই মহাসড়কের পাশে বসে পাট থেকে আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত ছিলেন লিপি ও আলেয়া এবং বারেক পথচারী।

ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, বিকেলে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিনজনকে চাপা দেয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুত্বর আহতাবস্থায় তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বারেক ও লিপির মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছে।

জনপ্রিয়