শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০
গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সংগঠনের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় গৌরনদী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরনদী উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বিএমএসএফ’র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সহসম্পাদক জামিল মাহমুদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম খায়রুল ইসলাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোল্লা ফারুক হাসান, এশিয়ান টিভির গৌরনদী প্রতিনিধি জিএম জসিম হাসান, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক আরিফিন রিয়াদ, সাংবাদিক আতাউর রহমান চঞ্চল, পঙ্কজ কুন্ডু, সুমন তালুকদার, বিনয় কৃষ্ণ শিয়ালী ও আবু সালেহ মামুন।