বিনোদন ডেস্ক।।
ঘরবন্দী থাকতে থাকতে ঢাকার লোকজন যখন হাঁপিয়ে উঠছে, তখন গ্রামের আলো-বাতাসে মুক্ত সময় কাটাচ্ছেন ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়া।
জানা গেছে, নুসরাত ফারিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও করোনার এই বিশেষ পরিস্থিতিতে দেড় মাস ধরে ময়মনসিংহে অবস্থান করছেন। মূলত করোনার ঝুঁকি এড়াতেই ময়মনসিংহে তাদের বাগানবাড়িতে সপরিবারে অবস্থান করছেন।
এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, গত ১০ মার্চ থেকেই আমরা হোম কোয়ারেন্টিনে। শুরুতে ক্যান্টনমেন্টের বাসায় ছিলাম। পরে ১ এপ্রিল ময়মনসিংহ চলে আসি। আমাদের পরিবারে বয়োজ্যেষ্ঠ সদস্য আছে। তারা হুটহাট এদিক-সেদিক চলে যায়। এই সময়ে যেটা খুবই ঝুঁকিপূর্ণ। তা ছাড়া গ্রামে থাকাতে ভিড়ও এড়ানো যাচ্ছে।
নুসরাত ফারিয়া বলেন, ঢাকার অ্যাপার্টমেন্টে থাকলে তো বন্দীই থাকতে হতো, কিন্তু এখানে মানুষ কম থাকায় হাঁটাচলা করতে পারছি, মুক্ত আলো-বাতাস পাচ্ছি। খুব ভালো আছি আমরা।
এদিকে, সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। আটকে গেছে তার নতুন ছবি ‘যদি কিন্তু তবুও’, ‘ঢাকা ২০৪০’ ছবির শুটিং। এছাড়া কলকাতার ‘ভয়’ নামের ছবির শুটিং করার কথা ছিল ফারিয়ার।